তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) থেকে সারাদেশে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাত ১২টায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
তারা জানান, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষাকালীন শাটডাউন তুলে নেওয়া হয়েছে। তবে আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে।
গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি, ১ ডিসেম্বর থেকে পরীক্ষাবর্জন এবং ২ ডিসেম্বর থেকে শাটডাউন চালু করেন সহকারী শিক্ষকরা। এতে সারাদেশে বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়। আন্দোলন অব্যাহত রাখায় কয়েকশো শিক্ষককে বৃহস্পতিবার শাস্তিমূলক বদলি করা হয়।
দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত, যাদের বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা দশম গ্রেড পেলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেড পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়ে আসছেন।