আসন্ন সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী‘কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এই নোটিশ দেয়া হয়।
এর আগে, শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে আয়োজিত জামায়াতে ইসলামী ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’–এ শাহজাহান চৌধুরী একাধিক উসকানিমূলক মন্তব্য করেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়… যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম, তা সকাল বেলায় জেনে নেবেন আর আপনাকে প্রটোকল দেবেন।’ পাশাপাশি তিনি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণার নির্দেশ দেন।
নির্বাচনী আচরণবিধি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা এবং প্রভাব খাটানোর এমন বক্তব্যের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এসএ