প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করার জন্য ডাকা হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, কতদিনের মধ্যে এই পদ্ধতি বাস্তবায়নযোগ্য হবে, তা আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানানো সম্ভব হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রক্সি ভোটিং চালুর জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন এবং তাদের জন্য একজন নমিনি নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সেই ব্যক্তি দেশে থেকে ভোট দিতে পারবেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন, যাদের বড় অংশ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। এই বিশাল জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হলে তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তবে, প্রক্সি ভোটিং ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে।