বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। এপার বাংলায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘প্রিন্স অব কলকাতা।’
শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের সাবেক অধিনায়ক। এসময় তার সঙ্গে স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন সৌরভ গাঙ্গুলি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, তা সম্পর্কে জানতে চাইলে প্রশংসা করে সৌরভ বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ফেভারিট মানুষ। অসাধারণ মানুষ। কোনো কাজে আসিনি। এমনি দেখা করলাম।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। তিনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, সারা বাংলাদেশের মানুষের কথা ভাবতে হয়। তারপরেও খেলাধুলোয় খুব আগ্রহ।’
আল/দীপ্ত