বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া সেই বিএনপি নেতার বিরুদ্ধে মাগুরায় মামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে মাগুরা সদর আমলী আদালতে মামলাটি করেছেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।

বাদীর অভিযোগ, গত ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় শিবপুর বিদ্যালয় মাঠে জনসভায় অভিযুক্ত চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেন। মামলার বাদী ও সাক্ষীরা একই দিন সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে এই বক্তব্য প্রচার হতে দেখে মর্মাহত ও অপমানিত হন।

আসামির এ ধরণের বক্তব্যে বাংলাদেশের প্রচলিত ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে বাদী মাগুরা যুবলীগের আহ্বায়ক আসামি চাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানি মামলা করেন।

মামলায় মোট ৭ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। তারা হলেন: জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আশরাফ হোসেন লিটন, এ্যাডভোকেট আবু বক্কার, মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম ও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের এপিপি হারুনর রশিদ।

বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল জানান, দুপুরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির বাদীর বক্তব্য শুনে মামলাটি মাগুরা সদর থানায় নিয়মিত মামলা হিসেবে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিদের্শ দিয়েছেন।

 

 

মো. কাশেমুর রহমান/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More