প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হচ্ছে থ্রিডি অ্যানিমেশন সিনেমা ‘হাসিনা: দি আনটোল্ড স্টোরি’।
সাম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমার টিজার। ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। টিজারটি প্রকাশের পর থেকেই সব মহলে প্রশংসিত হচ্ছে।
সিনেমাটি নির্মাণ করছেন রাতুল বিশ্বাস আর নির্মিত হবে নাল স্টেশন স্টুডিও থেকে। তত্ত্বাবধানে থাকবে আইসিটি বিভাগ। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই রাতুল বিশ্বাস দেখা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে।
আরও পড়ুন: এবার কলকাতা মাতাবেন জেমস
এ বিষয়ে নির্মাতা রাতুল বিশ্বাস জানান, সিনেমার পরিকল্পনা পছন্দ করেছেন মন্ত্রী। আশ্বাস দিয়েছেন সিনেমাটি নির্মাণ করতে সর্বোচ্চ সহায়তা করবে আইসিটি বিভাগ।
নির্মাতা আরও জানিয়েছেন, হাসিনা: দি আনটোল্ড স্টোরি সিনেমার গল্প শুরু হবে মহান মুক্তিযুদ্ধের সময় থেকে। দেখা যাবে প্রধানমন্ত্রীর ২০৪১ সালের পরিকল্পনা পর্যন্ত।
রাতুল বলেন, ‘সিনেমাটি নির্মিত হবে উন্নতমানের টেকনোলজি দিয়ে। যেমনটা হয় হলিউডে। সিনেমা দেখে যেন মনে হয়, এটা রিয়েল শুট করা হয়েছে। এখানে থাকবে এআই প্রযুক্তির ব্যবহার। আমরা এমন একটি প্রজেক্ট নির্মাণ করতে চাই, যা দিয়ে আন্তর্জাতিক বাজারে লড়তে পারি। আমাদের প্রধান লক্ষ্য সিনেমাটি দিয়ে অস্কারে ফাইট দেওয়া।’
উল্লেখ্য, ‘হাসিনা: দি আনটোল্ড স্টোরি’র ব্যাপ্তি হবে প্রায় তিন ঘণ্টা। এটি ডাবিং করা হবে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায়। সব ঠিক থাকলে আগামী ২০২৫ সালে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। এর সহপরিচালক হিসেবে আছেন আরটিবি রুহান, মিউজিকের দায়িত্বে আছেন সালমান জেইম।
এসএ/দীপ্ত সংবাদ