মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাণীতে কোকিলের কুহুতান, কীভাবে এলো?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলা নববর্ষে ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরইমধ্যে শুভেচ্ছা বাণীটি টেলিভিশনসহ বিভিন্ন সম্প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাণীটি রেকর্ডের সময় কোকিলের কুহুতান শোনা যায়। এটি মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সেই বিষয়টি সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

পোস্টে তিনি লিখেছেন, ‘হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার নববর্ষের শুভেচ্ছা বাণী রেকর্ড করা হবে আউট ডোরে। সব ঠিকঠাক করে যখন রেকর্ডিংয়ের সময় আসে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা যায় এক কোকিলের আশ্চর্যজনক উপস্থিতি। প্রধান উপদেষ্টা নিজেই রসিকতা করে বলে বসেন, তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে জোগাড় করলে।’

উপপ্রেস সচিব আরও লিখেছেন, ‘আজ যারা টিভি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উনার শুভেচ্ছা বাণী শুনেছেন, নিশ্চিতভাবেই এই কোকিলের ডাকও খেয়াল করেছেন। যেরকম হাসি আনন্দের মাঝে এই শুভেচ্ছা বার্তা ধারণ করা হয়েছে, আশা করছি আপনাদের সবার নতুন বছরও এ রকম হাসি আনন্দে ভরে থাকবে।

পোস্টের শেষে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানান মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

এদিকে বাঙালির চিরায়ত ঐতিহ্যে প্রধান উপদেষ্টার দেওয়া বৈশাখের শুভেচ্ছা বাণীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন।

ওমর ফারুক কুতুবী নামে একজন লিখেছেন, কোনো জমকালো আয়োজন নাই, কোটি টাকার বাজেট নাই। কেবলই দুইশো টাকার গামছার উপর ২০ টাকার ককশিটে সাল লিখে নববর্ষ উদযাপন করছেন ইউনূস সরকার। আমরা তো এমন একটা সরকার ব্যাবস্থা চেয়েছি, এমন একজন গুণী দেশপ্রেমিক রাষ্ট্রনায়কই চেয়েছি।

মোহাম্মদ নাজমুল নামে আরেকজন লিখেছেন, ‘সিম্পলের মধ্যে গর্জিয়াসকথাটা​_র উদাহরণ হতে পারে এই ছবিটা, কিংবা এটাও বলতে পারেন, ‘টাকা দিয়ে ক্লাস কি না যায় না, ওইটা নিজের মধ্যে থাকতে হয়!

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More