রাষ্ট্র মেরামতের লক্ষ্যে গঠিত চারটি সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে এসব প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো—নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রতিবেদনগুলো গণমাধ্যম ও জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এ বিষয়ে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। কর্তৃত্ববাদী দুঃশাসন, দুর্নীতি এবং আইনের শাসনে বিপর্যয় মোকাবিলায় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কারের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করে।
প্রথম ধাপে ২০২৪ সালের ৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে ছয়টি কমিশন গঠন করা হয়। এগুলোর মধ্যে চারটি আজ তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিল।
কমিশনগুলোর প্রতিবেদনগুলিতে নির্বাচন পদ্ধতি সংস্কার, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদীয় ব্যবস্থার সংস্কার, এবং দুর্নীতির লাগাম টানতে বিভিন্ন সুপারিশ রয়েছে বলে জানা গেছে। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের পুনর্গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও উঠে এসেছে। বিশেষ করে, সংসদের গঠন প্রণালী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে নির্বাচনী প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রতিবেদনগুলোর উল্লেখযোগ্য অংশ।
প্রতিবেদনগুলো পর্যালোচনার পর সরকার তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, জানুয়ারি মাসের শেষে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে এবং আগামী মাসে বাকিরা তাদের কাজ সম্পন্ন করবে।
প্রথম ধাপে গঠিত কমিশনগুলো গত তিন মাসে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনা করে এসব প্রতিবেদন প্রস্তুত করেছে। মূলত, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের পুনর্গঠনের কার্যকর রূপরেখা প্রণয়নে এসব সুপারিশ করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। দ্বিতীয় ধাপে গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন আগামী মাসে তাদের প্রতিবেদনের কাজ সম্পন্ন করবে।