যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করেছে কোটি কোটি মানুষ।
স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) এ সূর্যগ্রহণ দেখা যায়। একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস বলা হচ্ছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে।
এর প্রায় এক ঘণ্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে অন্ধকার নেমে আসে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে দেখা যায় সূর্যগ্রহণ। তবে দেশটির সব জায়গায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি।
এরপর কানাডায় দৃশ্যমান হয় সূর্যগ্রহণ। অন্টারিও প্রদেশ থেকে সবার আগে এই সূর্যগ্রহণ দেখা যায়।
এর আগে কানাডায় এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৭৯ সালের ২৬ ফেব্রুয়ারি। মেক্সিকোতে ১৯৯১ সালের ১১ জুলাই ও যুক্তরাষ্ট্রে শেষ এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ আগস্ট।