নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে তুর্কমেনিস্তান। বিরতির আগে ৭-০ গোল ব্যবধানে এগিয়ে রয়েছে বাঘিনীরা।
মিয়ানমারের ইয়াঙ্গুনে থুউন্না স্টেডিয়ামে ম্যাচের চার মিনিটে স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ নারী দল। দ্বিতীয় গোলটিও হয় দ্রুত। ম্যাচের ছয় মিনিটে শানসুন্নাহারের গোলে এগিয়ে ব্যবধান দ্বিগুণ করে তারা। এরপর আরেও তিন গোল আদায় করে তারা। এরই মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাহরাইনের পর মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস রচনা করেন ঋতুপর্ণারা। তাই সি গ্রুপের শেষ ম্যাচে হারলেও কোনো অসুবিধা নেই। কারণ মিয়ানমার শেষ ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেডে বাংলাদেশ এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে।