ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি তার একমাত্র পুত্র রাজ্যকে নিয়ে প্রতিনিয়তই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। কখনও রাজ্যের খাওয়ার ছবি, কখনও ঘুম কিংবা খেলার ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও ও বেশ কিছু ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। যেখানে দেখা যায় হেলিকপ্টারে চড়ে সন্তান রাজ্যকে নিয়ে উড়াল দিয়েছেন পরী।
অভিনেত্রীর পরনে রয়েছে, সাদা রঙের একটি সেলোওয়ার কামিজ, সঙ্গে পড়েছেন ম্যাচিং কানের দুল এবং চোখে একটি সানগ্লাস। আর রাজ্যের পরনে রয়েছে একটি হলুদ রঙের টি–শার্ট।
ক্যাপশনে লিখেছেন, পুরো ফ্লাইটেই মায়ের কানের দুল নিয়ে খেলতে খেলতেই ঘুমিয়েছিলেন সে। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি ইমোজিও।
এর আগে শুক্রবার (২৪ মার্চ) রাজ্যকে নিয়ে প্রথমবার মায়ের বাড়িতে বেড়াতে যান পরীমণি। সেই ভিডিওতেও ভক্তরা দারুণ ভালবাসা দিয়েছে।
আফ/দীপ্ত সংবাদ