“জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার প্রত্যন্ত চরাঞ্চলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আক্টোবর) দিনব্যাপী ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সদস্য নার্গিস বেগম।
ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি ইউপি সদস্য আব্দুল মালেক, ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারেক, সহকারী শিক্ষক রওশন আলী, ক্লাইমেট একশন গ্রুপের সদস্য আমিতন বেগম প্রমুখ।
অনুষ্ঠানে চর এলাকায় কিশোর–কিশোরী, নারী–পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে–কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে র্যালীতে অংশগ্রহণ করে।
র্যালী শেষে ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসএ/দীপ্ত নিউজ