মাগুরায় প্রায় দুই শতাধিক দুস্থ্য ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে “এক পেট আহার অতঃপর হাসি” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মাগুরা জেলার শালিখা উপজেলা মুক্তমঞ্চের সম্মুখে এ খাবার বিতরণ করা সংগঠনটি।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। উপজেলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড :কামাল হোসেন।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক আহমেদ, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, একটি ভালো কাজ আপনার জীবনকে বদলে দিতে পারে, বদলে দিতে পারে আপনার সমাজকে তাই বেশি বেশি ভালো কাজ করুন সমাজের অসহায়, নিপীড়িত, শোষিত, অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনার সহায় হবেন। এক বেলার খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা দুস্থ্য ও প্রতিবন্ধীরা।
কাশেমুর রহমান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ