দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার। প্রতিদিন প্রায় কোটি টাকার লিচু বিক্রি হয় নিউমার্কেটে।
মে মাসের শেষ দিক থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত লাল রঙে ঢাকা থাকে জেলার লিচু বাগানগুলো। কিন্তু অতিরিক্ত গরমের কারনে এবার লিচুর রং ভালো হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
দিনাজপুরের লিচুর চাহিদা দেশব্যাপী। লিচুর রাজ্য হিসেবে দেশ জুড়েই নাম ডাক রয়েছে এ জেলার। এখানকার লিচুর মধ্যে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি ও মোজাফফরপুরী। এরইমধ্যে এসব লিচু বাগান থেকে বাজারে আসতে শুরু করেছে।
প্রতিদিন শত শত অটোভ্যান ভর্তি লিচু আসে দিনাজপুরের নিউমার্কেটে। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির মধ্যে জমে উঠে লিচুর বাজার। এখান থেকে লিচু যায় দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিদিন প্রায় কোটি টাকার লিচু বেচা বিক্রি হয় এই হাটে।
দিনাজপুর জেলায় ৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে লিচুর বাগান আছে ৫ হাজার ৪১৮টি। এবার লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৭৯০ মেট্রিক টন।
আল/দীপ্ত সংবাদ