কোরবানির ঈদ এলে হাটে আসে হরেক রকমের পশু। কিছু অসৎ ব্যবসায়ী হাটে অসুস্থ পশু এনে প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছে বিক্রি করেন। এমন প্রতারণা ঠেকাতে এবারের হাটে থাকবে ভেটেরিনারি মেডিকেল টিম।
প্রাণিসম্পদ অধিদপ্তর এ আয়োজন করেছে।
সংস্থাটি জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী তিনদিন রাজধানী ঢাকাসহ সারা দেশের পশুর হাটগুলোয় ভেটেরিনারি চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন। ঢাকায় ৩০টি গাড়িতে চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন। ক্রেতারা যাতে অসুস্থ কোরবানির পশু কিনে প্রতারণার শিকার না হন, এজন্য এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, কোরবানির বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপদে কোরবানির পশু কেনাবেচার পরিবেশ তৈরিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামী তিন দিন ভেটেরিনারি চিকিৎসকরা সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করবেন। এই কাজে মন্ত্রণালয় থেকে যতো ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা তা করবো। ক্রেতারা যাতে একটি সুস্থ–সবল পশু কিনতে পারেন এবং খামারিদের পশুগুলো যাতে ঢাকা শহরের এই বিরূপ পরিবেশে অসুস্থ হয়ে না পড়ে, সে ব্যবস্থা করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশে প্রায় তিন হাজার কোরবানির পশুর হাট বসবে। আমাদের সতেরশোর বেশি ভেটেরিনারি টিম রয়েছে। যারা প্রতিটি পশুর হাটে সেবা দেবে। বড় বাজারগুলোয় প্রয়োজনে একাধিক টিম থাকবে এবং অস্থায়ী একাধিক বাজারে একটি টিম দায়িত্ব পালন করবে। আগামী ১৬ জুন সন্ধ্যা পর্যন্ত আমাদের সব বাজারে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।
তিনি আরও বলেন, ক্রেতারা যাতে সুস্থ পশু কিনতে পারেন, প্রতারণার শিকার না হন এবং পশুকে যাতে অপচিকিৎসা দেয়া না হয়, সেজন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি।