কি ত্বক নিয়ে চিন্তিত? মনে হচ্ছে যেন ত্বক প্রাণহীন সেই টান টান ত্বক আর নেই । আবার অনেকে আজে বাজে প্রসাধনি ব্যবহার করে ত্বককে পাতলা করে ফ্যাকাশে বানিয়ে ফেলছে। এর সমাধান করা যাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে।
আমরা খুব সহজেই ঘরে নাইট ক্রীম তৈরি করতে পারি। এর জন্য লাগবে তিশি ও চালের গুঁড়া। তিশি শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজার করে কারন তিসির জেলে থাকা এন্টি–ফালামেটরি শুষ্ক ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে। চালের গুঁড়া এমন একটি উপকরণ, যা সব ধরনের ত্বকের জন্য উপকারী। তৈলাক্ত ত্বক, ব্ল্যাক হেডস, নাকের দুই পাশের মরা কোষ তুলতে ,চালের গুঁড়া খুব কার্যকরি। তবে তিশি ও চালের গুঁড়া সংযোগে তৈরি করে নেয়া যেতে পারে জাদুকরী ক্রীম।
ক্রীম তৈরি করতে যা যা লাগবে:
২ চামচ তিশি, ২ চামচ চালের গুঁড়া, ২ টি ই-ক্যাপ/ আমন্ড তেল ২ ড্রপ ও ১ গ্লাস পানি।
প্রস্তুত প্রণালী :
প্রথমে ২ চামচ তিশি, ২ চামচ চালের গুঁড়া, ১ গ্লাস পানি মিক্স করে , ১০ মিনিট ফুটাতে হবে ঘন না হওয়া পর্যন্ত তারপর পরিষ্কার সুতি কাপর দিয়ে চিপে জেল বের করে পাত্রে নিয়ে ২ টি ই-ক্যাপ/ আমন্ড তেল ২ ড্রপ মিক্স করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল জাদুকরী ক্রীম।
ব্যবহার-পদ্ধতি:
রাতে ঘুমানের আগে মুখ ধুয়ে ক্রীমটি লাগাতে হবে, চাইলে ৩০ মিনিট পর ধুয়ে ফেলা যাবে। এতে ত্বক হবে টান টান ,ময়েশ্চারাইজ এবং দূর হবে ব্ল্যাক হেডস, ও দূর হবে নাকের দুই পাশের মরা চামড়া। এছাড়া ত্বক হবে উজ্জ্বল।
যূথী / দীপ্ত সংবাদ