গত মে মাসে হয়ে যাওয়া সাময়িক যুদ্ধের পর ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দু’দল।
ক্রিকেটে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্য কিছু। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া উভয় দলই। দুই দলেরই নজর এ ম্যাচ জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া। দুবাইয়ে ভারত–পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ রবিবার (১৪ সেপ্টেম্বর) সময় রাত সাড়ে আটটায়।
গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় মে মাসে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত– পাকিস্তান। চার দিন সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মতি হয় দু’দেশ।
তবে সেই সাময়িক যুদ্ধের রেশ প্রভাব ফেলে ক্রিকেট মাঠে। গত জুলাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামেনি ভারত। এতে ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই এশিয়া কাপে ভারত–পাকিস্তান একই গ্রুপে থাকায় এ ম্যাচ নিয়েও শঙ্কা ছিল।
এমনকি, এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ বাতিল চেয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয় ভারতের সুপ্রিম কোর্টে। আইনের চার শিক্ষার্থী এই পিটিশন করেন।
বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট ভারত–পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ করেছেন বিচারপতি জেকে মহেশ্বরি ও বিজয় বিষ্ণয়ের বেঞ্চ।
তবে সব শঙ্কাকে উড়িয়ে ক্রিকেট মাঠে ব্যাট–বল হাতে লড়তে নামবে ভারত ও পাকিস্তান। নিজেদের ফোকাস মাঠের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় দু’দল।
এশিয়া কাপে ওয়ানডে ও টি–টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এ পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে ভারত–পাকিস্তান। এর মধ্যে ভারত জয় পেয়েছে ১০ ম্যাচে, পাকিস্তান ৬ ম্যাচে। ৩টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
শুধুমাত্র টি–টোয়েন্টিতে ১৩বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারত ৯বার ও পাকিস্তান ৩বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত।