চীনের হাংঝু প্রদেশে প্রথমবারের মতো খোলা হয়েছে পেঙ্গুইন রেস্তোরাঁ। ‘গেন্টো পেঙ্গুইন রেস্তোরাঁ‘র‘ নাম। এই জায়গায় আছে ১০টি প্রাপ্তবয়স্ক পেঙ্গুইন যা দেখতে ছোটদের পাশাপাশি ভিড় করছে বড়রাও। গ্রাহকদেরকে ভিন্নরকম অভিজ্ঞতা দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
পছন্দের খাবার খাওয়ার পাশাপাশি উপভোগ করা যাবে পেঙ্গুইনের খেলা। চীনের হাংঝু প্রদেশে চালু করা বিশাল এই রেস্তোরাঁয় ভিড় করছে সব মানুষ।
মি লিউ নামের একজন গ্রাহক বলেন, ফেব্রুয়ারিতে যখন শুনলাম এই রেস্তোরাঁ খুলবে, তখন থেকেই আসার জন্য উৎসুক হয়েছিলাম। একদম চোখের সামনে পেঙ্গুইন সাঁতরাচ্ছে আর আমি খাচ্ছি। এটি খুব রোমাঞ্চকর।
আর একজন গ্রাহক মিস শু জানান, আমি প্রথমবারের মতো সত্যিকারের পেঙ্গুইন দেখলাম। খুব–ই মজা লাগছে। বাচ্চারা দারুন সময় পার করছে।
রেস্তোরাঁর গ্রাহকরা প্রতিদিন দুই দফায় পেঙ্গুইনগুলোকে নিজে হাতে খাওয়াতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাণীদের সুরক্ষায় রয়েছে বরফের একুরিয়াম।
যূথী/দীপ্ত সংবাদ