পেঁয়াজের দাম এখন যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১১ মে) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত কয়েক সপ্তাহ ধরে বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। ঢাকার বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকায় কিনতে হচ্ছে যা তিন সপ্তাহ আগেও ৩৫ টাকা ছিল। পেঁয়াজের পাশাপাশি আলু ও অন্যান্য সবজির দামও বাড়তি।
বাজারে পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশীয় পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত হওয়ায় আমদানি কমিয়ে দেওয়া হয়েছিল। বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পেঁয়াজের দাম বাড়তে থাকে তাহলে আমদানি করা হবে।‘
সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চিনির যে মূল্য নির্ধারণ করেছে বাজারে বিক্রি হচ্ছে তার চেয়ে ২০ টাকা বেশি দামে; প্রতি কেজি ১৪০ টাকায়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে টিপু মুনশী বলেন, নির্ধারিত মূল্যে বাজারে চিনি বিক্রি করা হচ্ছে কিনা তা মনিটরিংয়ে আগামী সপ্তাহ থেকে অভিযান পরিচালনা করা হবে।
এমি/দীপ্ত সংবাদ