চট্টগ্রামে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারী ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় মূল্য তালিকা ও ক্রয়, বিক্রয় রশিদ না রাখায় দুটি আড়তকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং কয়েকটি আড়তকে সতর্ক করে সংস্থাটি। একই সময় নগরীর রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য না পাওয়ায় এখানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ দিকে ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে চড়া দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা এবং খুচরা বাজারে ৭০ টাকা বিক্রি হচ্ছে। আড়তদারদের দাবি, বর্ধিত শুল্ক হারে কেনা পেঁয়াজ খাতুনগঞ্জে এসে পৌছালে দাম আরও বাড়বে।
শায়লা/দীপ্ত নিউজ