কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের ধাওয়া খেয়ে মো. জাকির হোসেন (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মোকাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
নিহতের স্ত্রী পলি আক্তার অভিযোগ করে বলেন, ‘সোমবার ভোর ৪টার দিকে একদল পুলিশ বাড়িতে এসে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। টের পেয়ে পুলিশ জাকিরকে ধরতে ধাওয়া করে।
দীর্ঘ সময় ধরে তিনি ঘরে না ফেরায় আমরা ভেবেছিল তাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে। সোমবার সকালে বাড়ি থেকে একটু দূরে স্থানীয়রা জাকিরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আমরাও সেখানে যাই। দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বুড়িচং উপজেলা বিএনপির সহ–সভাপতি শরিফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করে আসছিল। সোমবার ভোরে পুলিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়। পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্ত পূর্বক এর বিচার দাবি করছি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, একটি মামলার বিষয়ে বিজ্ঞাসাবাদের জন্য ভোরে পুলিশ জাকির হোসেনের বাড়িতে গিয়েছিল। তবে ওই সময় তাকে পাওয়া যায়নি। পুলিশ আসার খবরে তিনি পালিয়েছেন। আমরা যতটুকু শুনেছি তিনি এর আগে দুবার স্ট্রোক করেছেন। প্রাথমিক ধারণা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এরপরও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
আল/ দীপ্ত সংবাদ