পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিএনপির মহাসমাবেশে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় করা মামলায় শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে আমীর খসরুকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম এ আবেদন করেন। অন্যদিকে দুজনের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ডিবি কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন, পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
খসরু ও স্বপনের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ‘পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে হাজির করার পর আমরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে, বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে এবং একই দিন বিকেলে গুলশান থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।
এসএ/দীপ্ত নিউজ