রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি, সেভাবে হয়নি: আসিফ নজরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি, সেভাবে হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনশীর্ষক নীতি সংলাপে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতো। বাড়তি ভিউ পাওয়া যায়। কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয়। যথেষ্ট হয়েছে। এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত ৪ তো অর্জন করতে পেরেছি।’

তিনি বলেন, ‘অনেকে বলেন, সরকার কারও সঙ্গে কোনো পরামর্শ করেনি। এটা খুব হাস্যকর একটা কথা। যে কমিশনগুলো করা হয়েছে, আমরা এত এক্সটেনসিভ লেভেলে কনসালটেশন করেছি যে, ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধানপ্রণয়ন করার সময়ও করা হয়নি।’

আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন করা দরকার, সবই আমরা করেছি। এর ধারাবাহিকতায় রুল অব লপ্রতিষ্ঠায় আরও ৫/১০ বছর লাগবে। আমরা সংস্কারের পথে এগিয়েছি। নির্বাচিত সরকার এ ধারা ধরে রাখলে জনগণ সংস্কারের সুফল পাবে।

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র ১০ বছর জয় বাংলাআর বাংলাদেশ জিন্দাবাদবললে বিচারক হতে পারবেন না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন, সেটা উচ্চ আদালত থেকেই হবে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More