মাগুরা মহম্মদপুর উপজেলা সদরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ প্রায় ১৫ জন বিএনপি নেতা কর্মী আহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল মহম্মদপুর বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি মিছিলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যালয়ের সামনে সমাবেশে নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে শুরু করে। পরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের গাড়ি, একটি মোটরসাইকেল, কয়েকটি দোকানপাট ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় আহত বিএনপি নেতাকর্মীদেরকে পার্শ্ববর্তী জেলা যশোর ও ফরিদপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম।
উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর মৃধা পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, নেতর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুইজনকে আটক করা হয়।
এসএ/দীপ্ত নিউজ