দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিম‘কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টায় রাজধানী শেওরাপাড়া‘র নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা ওসি সাজ্জাদ রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করেন না, তাই এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেয়ার প্রয়োজন নেই। তবে আমরা বিষয়টি সম্পর্কে অবগত।
এর আগে, রসায়ন বিভাগ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ ছাড়া, রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন এক ফেসবুকে পোস্টে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ তুলে পরিচয় গোপন রেখে দুইজন অভিযুক্তের বক্তব্য প্রকাশ করেন।
অধ্যাপক ড. এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ— তিনি রুমের আলো নিভিয়ে দরজা–জানালা বন্ধ করে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।
এসএ