টানা দুই হারের ক্ষত নিয়েই, আয়োজক ভারতের মুখোমুখি হওয়ার লক্ষ্যে পুনেতে পৌঁছেছে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হারে, সেমিফাইনাল স্বপ্নে ধাক্কা লেগেছে টাইগারদের। ভারতের বিপক্ষে আরও বড় চ্যালেঞ্জের আগে, বিমানবন্দরে তাই হাস্যজ্জ্বল থাকার কথা ছিলো না বাংলাদেশ দলের। তারওপর এখন দলের বড় শঙ্কা, অধিনায়ক সাকিব আল হাসানের চোট।
মাংসপেশীর চিড়ের কারণে ভারতের ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পেশীর চোটে থাকা সাকিবের চোখেমুখে সেই শঙ্কাটা খুব বেশি ফুটে না উঠলেও, তার হাঁটা যে স্বাভাবিক নয়, সেটা ফুটে উঠেছে। আগের দিনের স্ক্যান রিপোর্টের বিস্তারিত তুলে না ধরলেও, টিম ম্যানেজারের কথায় দুঃসংবাদটা স্পষ্ট।
ভারতের সঙ্গে ম্যাচের আগে, সময় আছে আরও ৪ দিন। আর সেটাই আশা দেখাচ্ছে সুজনকে। এর মাঝে সাকিব খেলার মত ফিট হলে, ভারতই চাপে থাকবে বলে মনে করেন তিনি।
খালেদ মাহমুদ আশা দেখালেও, মাংসপেশীর চিড় সেরে উঠতে সাধারণত দুই থেকে চার সপ্তাহ সময় লাগে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এসএ/দীপ্ত নিউজ