বিজ্ঞাপন
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

পুনরায় বাজারে আসছে ‘আমার দেশ’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা। আগামী রবিবার (২২ ডিসেম্বর) থেকে পত্রিকাটি পাওয়া যাবে বাজারে।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আমার দেশপত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের এক মাস সময় দেন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

পত্রিকাটির সম্পাদকীয় নীতি কেমন হবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, আমরা যথেষ্ট সম্ভব সঠিক খবর টা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে। বক্তব্যে ভিক্টিমের কখনো বক্তব্য ছিল না, শুধু পুলিশ, র‍্যাবের বক্তব্য দিয়ে মিডিয়ায় সংবাদ হতো। দুই পক্ষের বক্তব্য দেওয়া হতো না। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করব না।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের হাসিনার পরিবারের বিরুদ্ধে কারও লেখার সামর্থ্য ছিল না। আমার দেশে আগেই লেখা শুরু করছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকবে বলে জানান মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, গত ১৫ বছরে দালালির কারণে মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বড় বড় পত্রিকার সার্কুলেশন কমেছে ৫০ শতাংশ। আমরা মানুষের মাঝে পত্রিকার প্রতি আস্থা বাড়াবো। পত্রিকা হলো সমাজসংস্কৃতির দর্পণ। আমরা চাই, মানুষ অপেক্ষা করুক। সকাল বেলা পত্রিকার জন্য অধীর আগ্রহে থাকুক। আমার দেশে সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, আমরা স্বাধীনতার কথা বলবো। আমরা আগেও কোনো রাজনৈতিক দলকে সমর্থন করিনি। এখনো করবো না। হাসিনার আমলে আমরা অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম। আমরা কখনোই কোনো দলকে এডিশনাল কাভারেজ দেইনি। এখনো কোন দলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যে দল আধিপত্যের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজসহ আমার দেশপত্রিকার অন্যান্য সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকা যাত্রা শুরু হয়। ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ১০ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয়।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More