রমজান মাসে অসহায়ের পাশে স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) আয়োজনে ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপকারভোগী পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। শুক্রবার (৩১ মার্চ) পিরোজপুর শের–ই– বাংলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এগারোটি উপকারভোগী পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাম মাওলা নকিব সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা ও শের–ই– বাংলা পাবলিক লাইব্রেরী পিরােজপুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিউল হক মিঠু সভাপতি পিরোজপুর প্রেসক্লাব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) পরিচালক মেহেদী হাসান উপস্থিত ছিলেন বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান এইচডিটির স্বেচ্ছাসেবক মশিউর রহমান সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ ও বাছাইকৃত উপকারভোগী পরিবারের সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন, উপহার হিসেবে সেলাই মেশিনটি আপনারা যারা পাচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সেলাই মেশিনের যেন যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পরিবারের আয় বৃদ্ধির মাধ্যমে পরিবারের সকলকে নিয়ে সুখী সমৃদ্ধিভাবে জীবনযাপন করবেন এটাই আমাদের প্রত্যাশা।
যূথী/দীপ্ত