পিএসজি ছাড়ার দ্বারপ্রান্তে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ পূর্ণ হলে ক্লাব ছাড়ার বিষয়টি পিএসজি কর্তাদের এমবাপ্পে জানিয়ে দিয়েছেন বলে তথ্য রয়েছে।
তার ভবিষৎ গন্তব্য কোথায় তা অবশ্য খোলাসা হয়নি। তবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদই যে হতে যাচ্ছে পরের ঠিকানা, সেটি একপ্রকার নিশ্চিতই। ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন এসেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে রিয়াল মাদ্রিদ
বিশাল অংকের টাকার বিনিময়ে ২০২২ সালের মে মাসে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন এমবাপ্পে। চুক্তি অনুযায়ী ফরাসি ক্লাবটিতে ২০২৫ সাল নাগাদ থাকার কথা তার। কিন্তু পরের ঘটনাপ্রবাহে এমবাপ্পে–পিএসজির সম্পর্ক ভালো যায়নি। যে কারণে এ বছরের শুরুর দিকে আবারও তাকে নিয়ে দলবদলের গুঞ্জন ছড়ায়।
উল্লেখ্য, ২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান ফ্রান্সের এই স্ট্রাইকার।
এসএ/দীপ্ত নিউজ