পিএসএলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের পর এই টাইগার অলরাউন্ডারকেও দলে ডেকেছে লাহোর কালান্দার্স।
পিএসএলে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন মিরাজ। বিসিবির ক্রিকেট অপারশন্সের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস মিরাজের এনওসি চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ড মিরাজকে ছাড়পত্র দিয়েছেও।
পিএসএলের প্লে–অফ পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। আজ সোমবার দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি দেয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে ।
মিরাজকে ৪ দিনের জন্য ছাড়পত্র দিলেও পিএসএল আর লাহোর কালান্দার্সের সাপেক্ষে সেটিই যথেষ্ট হতে পারে। আগামী ২২ তারিখ পিএসএলে এলিমিনেটর ম্যাচ খেলবে মিরাজের দল। সেখানে জয় পেলে ২৩ তারিখ তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ২৫ তারিখ আছে ফাইনাল।
আল