রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ–৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ।
রবিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় মোট জিপিএ–৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ–৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন।
এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ।
সুপ্তি/ দীপ্ত সংবাদ