পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ১১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তম আন্দোলনে সামিল হউন’ এই শ্লোগানকে সামনে রেখে গত ২৮–২৯ জুলাই ২০২৩ দুইদিন ব্যাপী রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার (৩০ জুলাই) রাতে জনসংহতি সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতে জানানো হয়, জাতীয় সম্মেলনে জনসংহতি সমিতির ৩৫ সদস্য বিশিষ্ট ১২তম কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাসহ সভাপতি পদে ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক পদে প্রণতি বিকাশ চাকমা এবং সাংগঠনিক সম্পাদক পদে শক্তিপদ ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।
তারা আগের কমিটিতেও একই পদে নেতৃত্বে ছিলেন।
রবিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– সম্মেলনে বিদায়ী কেন্দ্রীয় কমিটি কর্তৃক একটি সামগ্রিক প্রতিবেদন
পেশ করা হয় এবং উপস্থাপিত সামগ্রিক প্রতিবেদনসহ পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি,
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন, পার্টির সাংগঠনিক অবস্থা, পার্টির ভবিষ্যৎ
কর্মপন্থারসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।
সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা, থানা ও ইউনিয়ন শাখাসমূহ এবং এর সহযোগী সংগঠন– পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরাম ও গিরিসুর শিল্পীগোষ্ঠীর সাড়ে চার শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক যোগদান করেন।
শায়লা/ দীপ্ত নিউজ