রাজধানীর বনানী প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় হৃদয় মিয়াজিকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২১ এপ্রিল) রাতে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় মিয়াজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব ও তিতাস উপজেলার দূরলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় র্যাব–১ অধিনায়ক লে. কর্নেল জাহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিকাল সাড়ে ৫টার পর পর বনানী থানায় হৃদয় মিয়াজিকে হস্তান্তর করে র্যাব। এর আগে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব–১ এর টিম ।
এসএ