পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্নিঝড় মোখা উত্তর–উত্তরপূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে।
তাই পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে ০৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
শনিবার (১৩ মে) দুপুর বারোটায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
পটুয়াখালী দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতর জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।
এদিকে, ঘূর্নিঝড় আঘাত হানার খবরে আতংক বিরাজ করছে ঝুকিপূর্ণ বেড়িবাধের পাশে বসবাসকারীদের মাঝে। তবে ঘূর্নিঝড় মোখা মোকাবেলায় ৭০৩ টি আশ্রয় কেন্দ্র, ২৬ টি মুজিব কেল্লা, ৮৭০০ সিপিপির সদস্য ও নগদ টাকা এবং শুকনো খাবার মজুদ রেখেছে জেলা প্রশাসন।
আফ/দীপ্ত সংবাদ