পাবনার ঈশ্বরদী উপজেলায় নিখোঁজের একদিন পর বিবস্ত্র অবস্থায় মিলল জিহাদ হোসেন((৯) নামে এক শিশুর মরদেহ।
শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার দাশুড়িয়া তেতুলতলা নামক স্থানের পরিত্যক্ত ভবনের জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী।
নিহত শিশু জিহাদ মুর্শিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জিহাদের বড় ভাই মোহাম্মদ শুভ বলেন, শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। শিশু নিখোঁজ হওয়ায় রাতেই ঈশ্বরদী থানায় একটি জিডি করে তার পরিবার।
জিহাদের বড় ভাই আরও বলেন, রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। আর আজ ভোর সাড়ে ৫টার দিকে গোডাউনের জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায় মরদেহ পাওয়া যায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
শামসুল/এসএ/দীপ্ত সংবাদ