আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা–১ ও পাবনা–২ সংসদীয় আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে।
শনিবার (১০ জানুয়ারি) ইসি এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এতে স্বাক্ষর করেন ইসি উপ–সচিব মোহাম্মদ মনির হোসেন।
তিনি বলেন, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা–১) ও ৬৯ (পাবনা–২)-এর সীমানা সংক্রান্ত মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–১ ও পাবনা–২ নির্বাচনি এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, শুক্রবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশ করা হলে খবরটি সঠিক নয় বলে দাবি করেন ইসি জনসংযোগ শাখা পরিচালক রুহুল আমিন মল্লিক।
তিনি বলেন, পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন– এ মর্মে ইসি উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে ইসি জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ শনিবার (১০ জানুয়ারি) বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ আমরা পেয়েছি। কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল। এই অসম্পূর্ণতা দূর করে পাবনা–১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।’
‘শুক্রবার এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর ইসি সেটা অস্বীকার এবং সংবাদ তুলে নেওয়ার জন্য কেন অনুরোধ জানালো,’ এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘গতকাল মুখে যা বলা হয়েছিল, সেটাই আজ লিখিতভাবে জানানো হলো। গতকালের কথা আজ তোলার দরকার নেই।’
এসএ