খাগড়াছড়ির দীঘিনালায় প্রবল বর্ষণে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়াই যান চলাচল বন্ধ হয়ে পড়েছে দীঘিনালা–সাজেক–লংগদু প্রধান সড়কে।
এতে নৌকা, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি করে পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। এছাড়াও মেরুং ইউনিয়নের ছোবাহানপুর, চিটাগাংপাড়া, ১নং কলোনি, ৩নং কলোনি এলাকায় নিম্নাঞ্চলের পানি ডুকে পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার।
মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী জানান, ইতিমধ্যে ইউনিয়নের চার–পাঁচটি এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হয়েছে।
জানা যায়, কবাখালী ইউনিয়নের মাইনী ব্রিজ থেকে কবাখালী বাজার পর্যন্ত সাজেক সড়ক পানিতে তলিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্লাবিত অঞ্চলের পরিবারগুলোর জন্য উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ জানান, টানা বৃষ্টির কারণে উপজেলার ঝুকিপূর্ণ এলাকাগুলোতে সর্তকতা অবলম্বন করতে এবং আশ্রয়কেন্দ্রে আসতে বলা হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ