জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা–৮ আসনে ১১ দলীয় জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী‘র নির্বাচনী প্রচার সভায় আবারও ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর রমনা এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে।
এনসিপি নির্বাচনী মিডিয়া উপকমিটি প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালীন কে বা কারা লক্ষ্যভ্রষ্ট করে ডিম নিক্ষেপ করে এবং এতে কর্মসূচি বিঘ্নিত হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী‘র মিডিয়া উইং সদস্য শামিল আবদুল্লাহ জানান, ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত মির্জা আব্বাসের লোকজন, তারা শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে শুরু করে।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
এসএ