ভাল কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি কিশোর–কিশোরীকে উদ্ধারের পর ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বুধবার(২০ নভেম্বর) সন্ধ্যা সাতটায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্টে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা কিশোর ও কিশোরীরা সাতক্ষীরা, পটুয়াখালি, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
পুলিশের কার্যক্রম শেষে আইনী সহয়তার জন্য রাইটস যশোর, জাস্টিস এন্ড কেয়ার ও বাংলাদেশ মঞিলা আইনজীবি সমিতি নামে ৩ টি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।
পুলিশ ও মানবাধিকার কর্মকতারা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে ৭ বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়।
এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভন্ন সেল্টার হোমে রেখে দেয়। পরে দুই দেশের রাষ্ট্রীয় সহয়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঞা বলেন, ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে এনজিও সংস্থা তাদের নিয়ে গিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।।
মসিয়ার/আল/ দীপ্ত