উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র,গ্লেন ফিলিপসদের ব্যাটিং তাণ্ডবে ৪০১ রানের পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে টিকে থাকতে ৪০২ রান তাড়া করতে হবে পাকিস্তান।
শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তোলে উইলিয়ামসনের দল। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ পাকিস্তানকে ’অসম্ভব‘ সম্ভব করতেই হবে।
এদিন ৯৪ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন রাচিন রবীন্দ্র। ১৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ৫ রানের আক্ষেপ থেকে গেলো তার। ৯৫ রানে আউট হয়ে যান ইফতিখার আহমেদের বলে। ৭৯ বলে ১০ বাউন্ডারি এবং ২ ছক্কায় এই রান করেন তিনি।
পাকিস্তানের হয়ে এদিন সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন ওয়াসিম জুনিয়র। একইসঙ্গে তিনি সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।
আল / দীপ্ত সংবাদ