বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। ব্যাটিং–বোলিং কোনো দিক দিয়েই ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পাকিস্তান। এতে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেলো রোহিতের শর্মার দল।
শনিবার (১৪ অক্টবর) আহমাদাবের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিলো আব্দুল্লাহ শফিক–ইমাম উল হকদের। ওভারের সাথে পাল্লা দিয়ে তাদের তোলা ৪১ রানের জুটি থামান, স্বাগতিক পেসার মোহাম্মদ সিরাজ।
বাবর–ইমামের জুটিটাও পারেনি বেশিক্ষণ টিকতে। তবে তৃতীয় উইকেটে রিজওয়ানকে সাথে নিয়ে ৮২ রানে দুর্দান্ত জুটি গড়েন বাবর। ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক হাঁকানো বাবরকে ফিরিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন সিরাজ।
এরপরই লন্ডভন্ড হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং অর্ডার। স্কোর বোর্ডে আরও ৩৬ রান যোগ করতেই শেষ আট উইকেট হারিয়ে ১৯১ রানেই গুটিয়ে যায় প্রতিপক্ষরা। সিরাজ বাদেও বুমরাহ–পান্ডিয়া–কুলদেব যাদব ও রবীন্দ্র জাদেজা নেন দুটি করে উইকেট। তাতে ৪২ ওভার ৫ বলে গুটিয়ে যায় তারা।
সহজ লক্ষ্যের বিপরিতে আগ্রাসী ভাবে শুরু করে ভারত। কিন্তু শুভমান গিলকে প্যাভিলিয়নের পথে দেখিয়ে ম্যান ইন গ্রিনদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন শাহিন আফ্রিদি।
শর্মাকে সাথে নিয়ে বিরাট করেন ৫৬ রানে জুটি। বিশ্বআসরের আগের দুটি ম্যাচে টানা অর্ধশতক করা কোহলি এ ম্যাচে ফেরেন ব্যক্তিগত ১৬ রান করে। তাকে ফেরান হাসান আলি।
তাতেও খুব একটা বেগ পেতে হয়নি ম্যান ইন ব্লু–দের। শ্রেয়াশ আইয়ারের সাথে তৃতীয় উইকেটে জুটিতে ৭৭ রান যোগ করেন শর্মা। আফগানদের বিপক্ষে শতক করা শর্মা এম্যাচেও ছিলেন বেশ ধারাবাহিক। ক্যারিয়ারের ৩২তম শতক থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে ফেরেন আফ্রিদির বলে।
বিশ্বকাপের টানা তৃতীয় ম্যাচে জয়ের শেষটা ব্যাট হাতে করেন শ্রেয়াশ ও লোকেশ রাহুল। শ্রেয়াশ অপরাজিত থাকেন ক্যারিয়ারে ১৪তম অর্ধশতক করে। রাহুলের ব্যাট থেকে আসে ১৯ রান।
এসএ/দীপ্ত নিউজ