মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে তুরাগ নদীর তলদেশে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকা মহানগরী এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপে পানি প্রবেশ করায় এবং একইসাথে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
এতে আরও বলা হয়, গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
উল্লেখ্য, ঢাকা মহানগরী এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের এই সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।
এসএ