পোল্যান্ডের অনুরোধে ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ টুয়েন্টি নাইন যুদ্ধবিমান দেয়ার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মান সরকার। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন
ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে এই যুদ্ধবিমান দিতে অনুরোধ করে পোল্যান্ডের সরকার। কিছুদিন আগে পোল্যান্ড সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনী ইউক্রেনে বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছে দাবি করে মিত্রদের কাছে যুদ্ধবিমান পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কিয়েভ।
বরিস পিস্টোরিয়াস বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের সবাই যৌথভাবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ থেকে এ অনুরোধ করা হয়। অনুরোধের দিনই অনুমোদন প্রমাণ করে, ইউক্রেন জার্মানির ওপর ভরসা করতে পারে।
জানা যায়, পোল্যান্ডের কাছে যেসব যুদ্ধবিমান রয়েছে, সেগুলো তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে জার্মান সরকারের অনুমতি নিতে হয়। এ কারণে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে জার্মানিকেই অনুরোধ করে দেশটি।
১৯৯০ সালে দুই জার্মানি এক হলে উত্তরাধিকারসূত্রে সেই সময়কার পূর্ব জার্মানির কাছ থেকে ২৪টি মিগ–২৯ যুদ্ধবিমান পায় জার্মানি।
২০০৪ সালে জার্মান সরকার ২২টি যুদ্ধবিমান প্রতিবেশী পোল্যান্ডকে দিয়ে দেয়। বাকি দুটির একটি বিধ্বস্ত হয়, আরেকটি জাদুঘরে রেখে দেওয়া হয়।
অনু/দীপ্ত সংবাদ