একতরফা নিষেধাজ্ঞা, সরবরাহ শৃঙ্খলা বিচ্ছিন্নকরণ এবং যেকোন বাধা আরোপের বিরোধিতা করে চীন। বুধবার (১৮ অক্টোবর) বেইজিংয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের‘ শীর্ষ সম্মেলনে একথা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পশ্চিমা শক্তিকে প্রতিহত করতে চীনের সহযোগিতা চায় রাশিয়া।
২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরইমধ্যে এশিয়া থেকে ইউরোপের শতাধিক দেশ রেলপথ, বন্দর, মহাসড়ক ও অন্যান্য অবকাঠামো প্রকল্পের জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
চীনের এই উদ্যোগের দশম বর্ষপূর্তিতে রাজধানী বেইজিংয়ে ২ দিনের সম্মেলন আয়োজন করা হয়। এতে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বুধবার সমাপনি অধিবেশনে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘অন্য দেশের সাথে রাশিয়ার সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা এটা অব্যাহত রাখতে চাই। চীন ও রাশিয়ার পরিকল্পনা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। পশ্চিমা শক্তিগুলিকে প্রতিহত করার জন্য প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে চীনের সহযোগিতা চায় রাশিয়া।‘
এসময় চীনের প্রেসিডেন্ট বলেন, ‘একতরফা নিষেধাজ্ঞা, সরবরাহ শৃঙ্খল বিচ্ছিন্নকরণ এবং যেকোন বাধা আরোপের বিরুদ্ধে চীনের অবস্থান। ভূ–রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, আদর্শিক দ্বন্দ্ব চীনের পছন্দ নয়। অন্য দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করে না চীন।‘
সম্মেলনের পর দ্বিপাক্ষিক বৈঠক করেন পুতিন এবং শি। বর্তমান কঠিন সময়ে রাজনৈতিক সমন্বয় প্রয়োজন বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দ্বিতীয়বারের মত বিদেশ সফর করছেন পুতিন।
আল/ দীপ্ত সংবাদ