নিখোঁজের দেড় মাস পর যশোরের বেনাপোল থেকে উদ্ধার হয়ে স্বজনের কাছে ফিরছেন পাবনার বাকপ্রতিবন্ধী তরুণী জিম (২৩)।
রবিবার (১২ নভেম্বর) সকালে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জিমকে তার বাবা–মায়ের হাতে তুলে দেন।
এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় স্থানীদের মাঝে। জিম পাবনার ঈশ্বরদী উপজেলার চর ঘড়ঘড়ি গ্রামের বাবু পরামানিকের মেয়ে।
সম্প্রতি জিমসহ তিনজন অজ্ঞাত পরিচয়ের খবর প্রকাশিত হয় কয়েকটি গণমাধ্যমে। সেখান থেকে বিষয়টি নজরে আসে পাবনার দীপ্ত টিভির প্রতিনিধি শামসুল আলমের। তিনি জিমের মায়ের ফুফাতো ভাই। রবিবার তার উপস্থিতিতে একটি বেসরকারি সংস্থার সহয়তায় জিমকে তার বাবা–মায়ের কাছে হস্তান্তর করা হয়।
জিমের বাবা বাবু পরামানিক ও মা তহমিনা দীপ্ত টিভি‘কে জানান, দেড় মাস আগে সন্ধ্যায় প্রতিবেশী চাচার বাড়িতে টিভি দেখতে গিয়ে নিখোঁজ হন জিম। এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। দেড় মাস পর মেয়েকে ফিরে পেয়ে তারা খুবই খুশি।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, পরিচয় উদঘাটন না হওয়ায় জিমসহ তিন নারীকে সরকারি শেল্টার হোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে সংবাদ প্রকাশের পর জিমের বাবা মা তাকে শনাক্ত করেন এবং যোগাযোগ করেন। এরপর আজ জিমকে বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুবায়ের/মোরশেদ আলম/দীপ্ত নিউজ