মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও সংলগ্ন পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে উজানের ঢল ও তীব্র স্রোতের কারণে এই ভাঙন শুরু হয়। রাত ১০টা পর্যন্ত নদীগর্ভে তলিয়ে গেছে বাজারের অন্তত দুটি দোকান, ক্ষয় হয়েছে আরও চারটি প্রতিষ্ঠানের জমি। হঠাৎ ভাঙনের মুখে ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে আতঙ্ক। এদিকে সকাল থেকে ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ।
স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গেলে মুহূর্তেই শুরু হয় ভাঙন। মাত্র আধাঘণ্টার মধ্যে নদীতে বিলীন হয়ে যায় একটি পাটের গোডাউন ও একটি দোকান। আরও কয়েকটি দোকান ধসে পড়ার আশঙ্কায় মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পেলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে। রাতেই পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে, সকাল থেকে ফেলা হচ্ছে জিও ব্যাগ।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আশিক সারোয়ার জানান, দিঘীরপাড় বাজারে পূর্বে জিও ব্যাগ ফেলা হলেও এবার ভাঙন ঠেকাতে আপদকালীন ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি লৌহজং–টঙ্গীবাড়ী এলাকায় প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের ৬০ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, দিঘীরপাড় বাজারে রয়েছে প্রায় এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান।