ঈদযাত্রায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে ৬০ কিলোমিটার।
মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের সভা শেষে সাংবাদিকদের এতথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে পদ্মা দিয়ে মোটরসাইকেল চলবে। তবে মূল সেতুতে নয়, সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করতে দেয়া হবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।
ওবায়দুল কাদের আরও জানান, কোনো বাইকার যদি নিয়মের ব্যতয় ঘটান; যেমন ওভারস্পিড, লেন না মানা– এমন ক্ষেত্রে সরকার এই সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে৷
গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। ওইদিন রাতেই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ২৭ জুন থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়। পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ কেন বেআইনি হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছিল রিটে। পরে চলতি বছরের ১৫ জানুয়ারি পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে করা রিট খারিজ করেন আদালত।