পদ্মা সেতুর মাধ্যমে সেতু বিভাগ প্রথমবারের মতো চলন্ত গাড়ির জন্য ক্যাশলেস ও টাচ অ্যান্ড গো টোল আদায়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করেছে। ইটিসিএস মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রথমবারের মতো পদ্মা সেতু টোলপ্লাজায় রেডিও ফ্রিকিউয়েন্সি আইডেন্টিফিকেশন–আরএফআইডি বুথে টোল পরিশোধ করে সেতু মন্ত্রণালয়ের একটি গাড়ি।
বুধবার (৫ জুলাইু) সকাল দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানা টোলপ্লাজায় পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এ কার্যক্রম পরিদর্শন করেন।
মঙ্গলবার রাতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম সফটওয়্যার ইন্সটল করা হয়। পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির মাধ্যমে টোল আদায়ের কার্যক্রম চলবে আগামী চার মাস।
সেতু বিভাগের সচিব মনজুর হোসেন জানান, ক্যাশলেস বা স্মার্ট টোল ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম রেজিষ্ট্রেশনকৃত যানবাহন টোলপ্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন সনাক্ত করে অটোমেটিক টোল আদায় করে নিবে। ৩০ কিলোমিটার গতিতে থাকা অবস্থায় রোবটিক ক্যামেরার সেন্সরের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত গাড়ির টোল আদায় করা হবে। তবে টাচ অ্যান্ড গো টোল আদায় হবে থেমে থেমে।
তিনি আরও বলেন, সব কিছু ঠিক থাকলে আগামী চার মাস পর জনসাধারণের জন্য এই সেবাটি উন্মুক্ত করে দেওয়া হবে। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে টোল আদায়ে পরিবর্তন আসবে। এতে মানুষের শ্রম ও সময় দুটোই বাঁচবে।
হামিদ/এসএ/দীপ্ত নিউজ