জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য মো. নূরুল আলম ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান পদত্যাগ করেছেন।
বুধবার (৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।
তিনি জানান, ‘উপাচার্য মো. নূরুল আলম ব্যক্তিগত ও পারিবারিক কারণে আজ দুপুরে পদত্যাগপত্র মেইল করেছেন। আমি সব ফর্মালিটিজ শেষে মহামান্য রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের দফতরে পাঠিয়েছি। একইসঙ্গে আমিও পদত্যাগ করেছি। আমি উপাচার্যকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিলাম আগেই। উপাচার্যের বিশেষ অনুরোধে আজকের ভার্চ্যুয়াল সিন্ডিকেট সভা পরিচালনা করতে হয়েছে। এরপরই পদত্যাগপত্র জমা দিয়েছি।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. নূরুল আলম ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান।