মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি চাই তিলোত্তমা বিচার পাক। সাধারণ মানুষ বিচার পাক বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরজি কর মেডিকেল কলেজে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন‘ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুই ঘণ্টা অপেক্ষার পর এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারকে অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এর কোন রাজনৈতিক রং আছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।
গতকাল বিকাল ৫টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। সচিবালয়ের গেট পর্যন্ত প্রতিনিধি দল চলেও এসেছিল। কিন্তু তাদের দাবি ছিল, বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। রাজ্য সরকার এতে রাজি না হওয়ায় প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়।
এ নিয়ে মমতা বলেছেন, বাংলার মানুষের অনুভূতির কাছে ক্ষমা চাই আমি। আপনারা ভেবেছিলেন আজ বিষয়টির সমাধান হয়ে যাবে। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম।
এসএ/দীপ্ত সংবাদ